উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব
প্রত্যেক উপসহকারী কৃষি কর্মকর্তা তার ব্লকে দৈনন্দিন সম্পসারণ সেবা প্রদানের জন্য দায়িত্বপ্রাপ্ত। তাদের দায়িত্বের একটি সারসংক্ষেপ নিম্নে প্রদত্ত হলো।
কারিগরি দায়িত্ব
· কৃষক ভাইরা যেন তাদের সমস্যা চিহ্নিত করতে পারেন এবং সম্ভাব্য সমাধানও খুঁজে পেতে পারেন সে ব্যাপারে সাহায্য করা;
· স্থানীয় চাহিদার ভিত্তিতে ব্লকে সম্প্রসারণ কর্মকান্ড বাসত্মবায়ন করা;
· কৃষকদের জন্য উপযুক্ত সম্প্রসারণ কর্মকান্ড পরিকল্পনার লক্ষ্যে উপজেলা পরিকল্পনা কর্মশালাকে সহায়তা প্রদান করা;
· তথ্য সংগ্রহ কৃষকের সহায়তা দেয়া। অন্যান্য সম্প্রসারণ সহযোগী সংস্থা থেকে সেবা গ্রহণে কৃষকদের সহায়তা প্রদান করা;
· ব্লকের তথ্য ও রেকর্ড করা। যেমন-প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, বিভিন্ন আবাদি ফসলের পরিমাণ, উপকরণের চাহিদা, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ পদ্ধতি; প্রযুক্তি ব্যবহার কৃষকের সংখ্যা, সমস্যা চিহ্নিতকরণ ও পরীক্ষামেত্ম ব্যবস্থ গ্রহণ ইত্যাদি।
· বিভিন্ন ফসলের শস্যকর্তন ও উৎপাদিত ফসলের ব্যবস্থা পরিসংখ্যান প্রণয়ন।
প্রশাসনিক দায়িত্ব
· দৈনন্দিন কাজের অগ্রগতি, ভবিষ্যৎ কর্মকান্ডের পরিকল্পনা এবং কৃষকের চাহিদা ও সমাধানের বিষয় লেখার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা ডাইর সংরক্ষণ করা;
· এনজিও সম্পৃক্ত কৃষক দলসহ কর্মরত অন্যান্য কৃষক দল শনাক্ত করা;
· বার্ষিক সম্প্রসারণ কর্মসূচি অনুযায়ী পাক্ষিক কর্মসূচি ব্যবস্থাপনার ব্যাপারে তত্ত্বাবধায়ক অফিসারের সাথে সহযোগিতা করা;
· উপজেলা অফিসে সভা ও প্রশিক্ষণে নিয়মিত এবং অংশগ্রহণ এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী রেজিস্টার প্রভৃতি ব্যবহার করে সম্প্রসারণ কর্মকার্ন্ডের বাসত্মবায়ন করা;
· সদস্য সচিব হিসেবে ইউনিয়ন কৃষি কমিটির সভা নিয়মিতভাবে বাসত্মবায়ন করা ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস