আজ (০৩/১০/২০১৬ ইং তারিখ) তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজী চাল বিতরন করেন। চালের কেজি ১০ টাকা! অবাক হওয়ারই কথা। তবে কোনো গল্প নয়, বাস্তবে ১০ টাকায় পাওয়া যাচ্ছে এক কেজি চাল।
এই কর্মসূচির আওতায় হতদরিদ্র জনগণ কার্ডের মাধ্যমে প্রতি মাসে ৩০ কেজি করে ১০ টাকা নির্ধারিত মূল্যে চাল পাবে। বছরের যে সব সময়ে ক্ষেতখামারে কাজ থাকে না এমন ৫ মাস যথাক্রমে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল, সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি চলবে। প্রায় ৫০ লাখ জনগণ এই কর্মসূচির সুবিধাভোগী হবেন।
হতদরিদ্র ছাড়াও প্রতিবন্ধী বিধবা এবং স্বামী পরিত্যক্তারাও এর সুবিধাভোগী হবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস