গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটালাইজেশন পদ্ধতির ধারাবাহিকতায় আজ (০৭/১২/২০১৬ ইং তারিখ) তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা টেলিটক সিমের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অভিভাবকের কাছে পৌছে দেওয়ার লক্ষে বিনামূল্যে টেলিটক সিম বিতরন করেন।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য মায়েদের ভূমিকা হবে সবচেয়ে বড়। এ জন্য সরকার উদ্যোগ নিয়েছে, টেলিটক সব মায়েদের হাতে মোবাইল ফোন সংযোগ পৌঁছে দেবে। রূপালী ব্যাংক তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেবে এবং সরকার সরাসরি তাঁদের অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা পৌঁছে দেবে।’এতে উপবৃত্তি ব্যবস্থাপনা আরো সহজ ও দক্ষ হবে এবং মায়েদের ভোগান্তি কমবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস