শিরোনাম
" বাল্য বিবাহ'কে না বলুন" সামাজিক এই ভয়ানক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তলুন।
বিস্তারিত
" বাল্য বিবাহ'কে না বলুন"
সামাজিক এই ভয়ানক ব্যাধির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তলুন।
___________________
মোহাম্মদ ফখরুল আলম সমর
চেয়ারম্যান
তেঁতুলঝোরা ইউনিয়ন পরিষদ।
একটি দেশের অর্জিত উন্নয়ন ততক্ষণ টেকসই হয় না, যতক্ষণ না ওই দেশের সামাজিক উন্নতি হয়। আর সামাজিক উন্নতির অন্যতম ব্যাধি হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ নারীর শিক্ষা, শারীরিক ও মানসিক অবস্থানকে পিছিয়ে দেয়। তাই নারী, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নতির স্বার্থে আমাদের সবাইকে বাল্যবিবাহকে না বলে এর প্রতিরোধে এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে।